• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বানিয়াচঙ্গে জোর পূর্বক স্ত্রীকে তুলে নেয়ার সময় সংঘর্ষে শশুর টেটা বিদ্ধ


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৫:২৪ পিএম
বানিয়াচঙ্গে জোর পূর্বক স্ত্রীকে তুলে নেয়ার সময় সংঘর্ষে শশুর টেটা বিদ্ধ
ছবি - সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচঙ্গে জোর পূর্বক পিত্তালয় থেকে  স্ত্রীকে তুলে  নেয়ার সময় শশুর ও জামাতার লোকজনের সংঘর্ষে  শশুর মোঃ জাহের মিয়া তালুকদার (৬০)   টেটা বিদ্ধ হয়েছেন।গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক  হাসপাতালে ভর্তি হয়েছে।  অপর ৪ জন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ সেপ্টম্বর) সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের শাহজাহান পুর  গ্রামে।

হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় জাহের মিয়া জানান ৩ বছর আগে তার মেয়েকে একই গ্রামের হেলাল মিয়ার সাথে বিয়ে দেন। বিয়ের পর তার মেয়ে শান্তিতে   স্বামীর সংসারে দিন কাটাচ্ছিল। এর মধ্যে  তাদের কোল জুরে একটি  পুত্র সন্তানের জন্ম হয়।

পিত্তালয় ও জামাতার বাড়ী একই গ্রামের সুবাদে মেয়ে প্রায় সময় আসা যাওয়া করতো।
কিছু দিন হলো তাদের মধ্যে পারিবারিক জঠিলতা দেখা দেয়।
শুক্রবারে মেয়ে বাবার বাড়িতে আবারো আসে তবে ওই দিন সে স্বামীর বাড়িত না গিয়ে পিত্তালয়ে থেক যায়।
ঘটনার দিন সকালে হেলাল মিয়া স্ত্রীকে ফিরিয়ে নিতে আসেন। স্বামী-স্ত্রী মধ্যে কিছু বাক বিতন্ড সৃষ্টি হলে স্ত্রীকে জোর পূর্বক তুলে নেয়ার চেষ্টা চালায় হেলাল মিয়া।
 


Side banner
Link copied!